
দেশের বাজারে নতুন ল্যাপটপ আনলো লেনোভো। আইডিয়াপ্যাড সিরিজের এই ল্যাপটপের মডেল আইডিয়াপ্যাড ৩৩০।
আইডিয়াপ্যাডের অন্যান্য মডেলের তুলনায় ৩৩০ সিরিজের মডেল সমূহ আরও আকর্ষণীয় টেক্সচার দিয়ে ডিজাইন করা হয়েছে।
এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে প্লাটিনাম গ্রে, মিডনাইট ব্লু, চকলেট এবং অনিক্স ব্ল্যাকের আকর্ষণীয় চারটি রঙে।
নতুন ৩৩০ মডেলটিতে রয়েছে টাইপ-সি পোর্ট এবং এসি ওয়াইফাই যা ব্যবহারকারীদের আরও দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার এবং ইন্টারনেট ইউজ এর সুবিধা দিবে। মডেলগুলো সেলেরন, এএমডি, কোর আই-৩ ও কোর আই-৫ প্রসেসরে পাওয়া যাচ্ছে।
এছাড়াও রয়েছে ডলবি মিউজিক এর সুবিধা। ল্যাপটপসমূহের মূল্য মাত্র ২৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু।
ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যেকোন শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে।
এই ছিলো আজকের টিপস।পরবর্তী টিপস নিয়ে আবার দেখা হবে। সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন।BDtechnotips সাথে থাকুন।
Leave a Reply
You must be logged in to post a comment.